চোর-পুলিশ খেলায় সব সময় চোর পুরুষই কেন হবে? মহিলারা তো হতে পারে। তার উপর যদি সেই চোরের উপরে স্পটলাইট থাকে, তাহলেতো মহিলাদেরও সেই জায়গা পাওয়া উচিত, তাই নাকি!


জন আব্রাহাম, হৃত্বিক রোশন, আমির খান-বলিউডের হ্যান্ডসাম চোরেদের চরিত্রে দর্শকরা দেখে নিয়েছে। এবার সুন্দরী ছেলেদের জন্য অপেক্ষা করুন! করণ কানাঘুষো শোনা যাচ্ছে, 'ধুম ৪' আসতে চলেছে। যেখানে চোর এর চরিত্রে থাকবেন প্রথম সারির বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন।

সম্প্রতি তার নতুন বছরের ছুটি কাটাতে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে রাজস্থানের রনথম্বোর জঙ্গল থেকে ঘুরে এলেন দীপিকা। এবার ছুটি শেষ, কাজ শুরু।




'ধুম' ফ্র্যাঞ্চাইজি তে নতুন স্বাদ জোগ করতে দীপিকাকে এন্টাগোনিস্ট এর ভূমিকায় দেখা যাবে বলে শোনা যাচ্ছে। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, করে মুহূর্তে ছবি নির্মাতাদের সঙ্গে আলোচনার পর্যায়ে রয়েছে ব্যাপারটা। তাই এই ছবির বিষয়ে বিস্তারিত কোনো খবর পাওয়া যাচ্ছে না। কেবল এইটুকু জানা গিয়েছে,২০২১ সালের শেষের দিকে শুটিং শুরু হবে ধুম৪ এর ।

এর আগে অবশ্য 'ধুম ৪' নিয়ে অনেক রকম রটনা রটেছিল।শোনা যাচ্ছিলো এবারে চোরের ভূমিকায় দেখা যাবে শাহরুখ খান রনবির কাপুর রণবীর সিং কে।পড়ার পর যেন সব থেকে খুশি হচ্ছে ধুম-প্রেমীরা।

কমেন্ট বক্সে আপনার মতামত জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন